পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ে এক বিশাল খেলার মাঠ রয়েছে। মাঠটির চতুর পার্শ্বে সীমানা প্রাচীর রয়েছে। প্রতি দিন বিকেলে ছাত্ররা এবং কীর্তি শিক্ষার্থী ও এলাকার যুব সমাজ নিয়মিত খেলাধুল উক্ত মাঠে করে থাকে। তাছাড়া নিয়মিত শরীরচর্চা ক্লাস, জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ এবং শারীরিক কশরত প্রদর্শন হয় মাঠটিতে।